মানুষের কাছে।
নওরোজ নিশাত
কি বা চেয়েছি মানুষের কাছে?
উত্তরের বাতাস ও না , মেঘলা আকাশ ও না
চেয়েছি শুধু মনুষত্ব
একটা জীবনে পাশে একটা বিশ্বাসের হাত।
যে হাতের রেখা ধরে ফিরে আসবে
সু সময়। আর
তালু জুড়ে স্বদেশ ।
যেখানে ইচ্ছে করলে
নদীর মতো বয়ে যেতে পারবেন।
কি বা চেয়েছি এমন?
সাপের মতো খোলস ছেড়ে বের হতে বলেছি কেবল।