বাংলা সাহিত্যের অন্যতম সারথি-ছন্দা দাশের কবিতা ”সৌরভ ”

367
ছন্দা দাশের কবিতা ''সৌরভ ”

সৌরভ
ছন্দা দাশ

একলা মাঠে হাঁটছে ছেলে
দেখতে কেমন? এলেবেলে।

গায়ের রঙটা? ভিষণ কালো
মুখের গড়ন? অনেক ভালো।

আদুল গায়ে মাঘের শীতে
শীতের কামড় ভুলছে গীতে।

হাতের মুঠোয় বাঁশের বাঁশি
কেমন যেন মলিন হাসি।

গাঁয়ের রাখাল? হয়তো হবে
বাজলে বাঁশি জানবো তবে।

মাঠের শেষে? মেঘের সারি
ওইখানে কি ওদের বাড়ি?

গ্রামের৷ নাম কি? সূবর্ণপুর।
আসতে যেতে অনেকটা দূর।

ওইখানে এক থাকতো ছেলে
ডুব দিলে মন গন্ধ মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here