না বলা কথা
ছন্দা দাশ।
তোমার আমার কথার মাঝে
না-বলা এক কথা ছিলো
তুমিও জানো,আমিও জানি
তবুও কেন হয়নি বলা?
আমি ভাবি বলবে তুমি
হয়তো তুমি আমার মতই
ভেবেছিলে বলবো আমি।
তোমার আমার ভালোবাসার
মাঝখানে এক পাগল ছিলো।
আবোল-তাবোল,ছন্নছাড়া।
হঠাৎ হাওয়ায় উঠলে সে ঝড়
ইচ্ছে হতো ভিজতে থাকি।
তোমার আমার মনের মাঝে
আষাঢ় কিংবা শ্রাবণ ছিলো।
মনের আকাশ মেঘলা হলে
তোমার কথাই কাঁদিয়ে যেতো,
হয়তো তুমি আমার মত
এমনি করে একাই কাঁদো।
তোমার আমার বুকের মাঝে
বিশাল বড়ো সাগর ছিলো।
তোমার পাড়ের ঢেউয়ের দোলায়
আমার পাড়টি ভেসেই যেতো।
তোমার আমার মাঝখানে যে
সরল সোজা পথটি ছিলো,
হঠাৎ হাওয়ায় সে পথ তোমার
অন্যপথে বাঁক যে নিলো।
তোমার আমার ভালোবাসার
মাঝখানে আজ অসুখী এক
পাগল আছে,আবোল তাবোল
ছন্নছাড়া, দীন বেশে,দিনের শেষে।।