“অসমাপ্ত কবিতা” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা শেখ আবু মুয়াজ

566
Doinik-Alap-Poem-Kobi-কবি-আবু-মুয়াজ-Kobita-কবিতা-অসমাপ্ত কবিতা
কবি শেখ আবু মুয়াজ

অসমাপ্ত কবিতা

শেখ আবু মুয়াজ

 

আমার স্থির যাত্রার দুর্দৃষ্টি,
পথ চলা, কথা বলা,
অন্তরে বিরহ জ্বালা,
সবটুকু কোটু , নাহি মিষ্টি ।।

হাতে গোনা কটা দিন ,
পুরানো স্মৃতি বিমলিন।
এর মাঝে হাজার মানুষের না বলা কথা,
অসমাপ্ত ছোট্ট একটি কবিতা –
নিজের অজান্তেই হয়েছে লেখা।
হ্যা, দাড়ি কমা হাইফেন ,
আবৃত্তি কালে দেখিবেন,
বুঝলাম না, হঠাৎ কেন অশ্রু রেখা।।

লিখতে গিয়ে কবিতার ভাষা,
এমন হবে সহসা ।
বুঝতে পারিনি নিজের মত,
অন্তরে ,অন্দরে বহু কাল ধরে,
কিভাবে কেমন করে,
হয়েছে ক্ষত বিক্ষত ।।

না তেমন কিছু লিখিনি,
অতি অল্প কথায়,
গোটা কতক পাতায়,
সে,ও,এবং তাদের কাহিনী ।
কিন্তু মানসী! না থাক, অন্য –
কোনো একদিন এজন্য –
সময় বের করবো হলে প্রয়োজন,
পাকশীর কাগজে পান্ডুলিপি করে আয়োজন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here