জীবন বোধের কবি-মিনহাজ সাদ্দাম লিখেছেন শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত কবিতা “কি ওদের পরিচয়?”

476
মিনহাজ সাদ্দাম লিখেছেন শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত কবিতা “কি ওদের পরিচয়?”

কি ওদের পরিচয় ?

                মিনহাজ সাদ্দাম।

কে ওরা…
কি ওদের পরিচয় ?
পথে পথে ঘুরে সারা দিন শেষে
জুটে পথে আশ্রয়।

জুটে লাঞ্চনা এ দ্বারে ও দ্বারে
পায়না সহানুভূতি…
সবাই করে অনাদর অবহেলা
এ কেমন ওদের নিয়তি।

শরীরে নেই কোন বস্ত্র খানি
ধুলো মাখানো গায়ে..
রোদ বৃষ্টিতে ভিজে সারাক্ষণ
থাকে পথে খালি পায়ে।

দু’বেলা দু’মুঠো জোটে না কোনদিন
দিন কাটে খালি পেটে…
বস্তা কাঁধে ঘুরে পথে পথে
পায়না কিছুই খেঁটে।

ওঁরাও কোন মায়ের সন্তান
ওদের ও হয়েছে জন্ম…
গরীব ধনীর ভেদাভেদ কেন
শিশুদের করেছে পণ্য।

একটু তাকাও পথের কিনারে
একবার গলাও মন
দেখো তোমাদের সন্তানের মতো
ওঁরাও যে আপন।

ওদের ও আছে সুপ্ত প্রতিভা
শুধু বিকশিত-র অভাব…
সুযোগ করে দাও আকাশ ছোঁয়ার
পাল্টে যাবে স্বভাব।

আজকের শিশু আগামী দিনের
উজ্জ্বল এক আশা…
ওরাওঁ হবে মানুষের মতো মানুষ
যদি পায় ভালোবাসা।

(বিঃদ্রঃ- পান্ডুলিপি সংরক্ষিত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here