এক হৈমন্তীক বিকেল
রীতা ধর
হেমন্তের শেষ বিকেলে তোমার জন্য অপেক্ষায় ছিলাম আমি,
বিদায়ী রোদের আলোকচ্ছটায়
আকাশময় মেঘের উড়াউড়ি,
শুকনো মাঠ উন্মুখ ছিল ক’ফোটা শিশিরের,
বাউলের একতারায় ঋতু বৈচিত্রের গান আর রাখালের বাঁশির সুরে পরিযায়ী পাখিরা
ভিড় করেছিল ছাতিমের ডালে,
সবুজ মাঠে এখন হিমেল হাওয়ার ঢেউ।
পাতাঝরা হেমন্ত, বাউলের মাটির সুর,
পথের ধারে আকন্দ ফুলের ঝাড়
তোমাকে নিয়ে এলো আমার কবিতার পাতায়।
সন্ধ্যার শিশির ভেজা পাতার আড়াল থেকে আমার কবিতায় ঝরে পড়লো
অবারিত জ্যোৎস্না, ম্লান হলো শিউলির
গোপন ব্যথা
সর্ষের মাঠ আর একজোড়া ধান শালিক হেমন্তের মাঠে রেখেছিল
কিছু বর্ণময় শব্দের শুভাশিস।
কলাই,মটরশুঁটি ক্ষেতে আলো আঁধারির
এই মেলায় তোমাকে ডেকে নিলাম
আমার প্রেমে,
আমার কবিতায়।
এবার তুমি মহৎ হয়ে উঠ প্রিয়তমা
কতোকাল আমি
কবিতাহীন,শব্দহীন
হয়ে আছি তোমার জন্য,
তুমি সূর্য হও
স্বর্গের আলো হও
প্রার্থনার শব্দ হও
আমাকে তুমি শব্দ শেখাও
অবারিত ভালোবাসা শেখাও
আমি কবি হই , আমার কবিতার ঈশ্বর।