সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন লন্ডন থেকে প্রতিভাধর কবি __মিনু আহমেদ এর কবিতা “রোজ ইচ্ছে করে ”

552
সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন লন্ডন থেকে প্রতিভাধর কবি __মিনু আহমেদ এর কবিতা “রোজ ইচ্ছে করে ”
প্রতিভাধর কবি __মিনু আহমেদ

”রোজ ইচ্ছে করে”

               _____________মিনু আহমেদ।

রোজ ইচ্ছে করে কবিতা লিখি,
কিন্তু কি লিখবো!ভেবে পাই না।
আমার তো কোনো অভিজ্ঞতা নাই।
কি করে কবিতা লিখতে হয় তাও জানি না!
রোজ ইচ্ছে করে কবি হতে,
কিন্তু কি করে হবো!কবি কি কোনো পদবী?
যে,নামের আগে-পরে “কবি” বসিয়ে দিবো!
রোজ ইচ্ছে করে লেখক হতে,
কিন্তু কি করে লেখক হবো!ভেবে পাই না।
আমি যা লেখি,তা কি লেখনীর পর্যায় পড়ে?
রোজ ইচ্ছে করে গল্পকার হতে,
কিন্তু কি করে গল্পকার হবো!আমি তো কথা সাহিত্যিক নয়।
তাই,মনের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুখ-দুখের কথাগুলোকেও গল্প বানাতে পারি না!
রোজ ইচ্ছে করে ঔপন্যাসিক হতে,
কিন্তু কি করে ঔপন্যাসিক হবো!
আমিতো কল্পনার তুলিতে জীবনের গল্পকে সাজাতে পারি না।
রোজ ইচ্ছে করে নাট্যকার হতে,
কিন্তু কি করে নাট্যকার হবো!
আমি তো জীবনের সংলাপ বলতে পারি না।
তবুও মন চায় সব কিছু লেখি,
কিন্তু লিখলেই কি,কবি,সাহিত্যিক,লেখক,গল্পকার,ঔপন্যাসিক,নাট্যকার হওয়া যায়!
পারবো সব কথা পাহাড়ের চূড়া থেকে ঝর্ণাধারার প্রবাহের মতো ছলছল করে লিখতে!
কতো কথা সাগরের নোনা জলে ভেসে যাচ্ছে,
কতো কথা রাতের জ্যোৎস্নায় ঘাঁটি বেঁধেছে,
কতো কথা অমাবস্যার বিষন্নে হারিয়ে গেছে,
কতো স্মৃতি মান-অভিমানে মাটিতে গড়াগড়ি খাচ্ছে,
কতো কথা মনের উর্বরতায় মনে শক্তি যোগাচ্ছে,
সবই কি লিখতে পারবো!
পারবো,নতুন শস্য রোপণের ন্যায়-
আমার এলোমেলো ভাবনার সিরিয়ালগুলো,
আমার ভাবনার সিরিজ করে ধাপে ধাপে প্রকাশ করতে!
______________

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here