এইযে হারিয়ে যাই, ঘরে থেকেও থাকি না ঘুরিফিরি নিরুদ্দেশে এর প্রেক্ষাপটে কবি -নাসরিন জাহান মাধুরী লিখেছেন কবিতা “নিরুদ্দেশ ”

531
কবি -নাসরিন জাহান মাধুরী লিখেছেন কবিতা “নিরুদ্দেশ ”
কবি -নাসরিন জাহান মাধুরী

নিরুদ্দেশ

           *********নাসরিন জাহান মাধুরী

মানুষ কেনো নিরুদ্দেশ হয়!
না বলেকয়ে একদিন হঠাৎ উধাও!
সব কিছু ফেলে চলে যায় অচেনায়–
ফিরে আর আসেনা–
প্রিয়জনেরা প্রতীক্ষায় ক্লান্ত–
একদিন আমিও যাবো নিরুদ্দেশের সেই দেশে–
জেনে আসবো কেনো নিরুদ্দেশ–
কি অভিমান ছিলো মনে জমে–
কোন সে ভালোবাসার টানে হলে নিরুদ্দেশ–
কিংবা কেমন ঘৃণা আর ক্ষোভ নিয়ে হলে ঘরছাড়া!
ঐ দেশে কি পেয়েছো শান্তির ঝর্ণাধারা!
আছে কি ভোরের আলোর কানাকানি!
ঝিঁঝিঁ ডাকা মধ্য দুপুর কিংবা তিন প্রহরের বিল!
সন্ধ্যা প্রদীপ কি জ্বলে নিরুদ্দেশেও–
নক্ষত্রেরা কি নীল আলো সেখানেও ছড়ায়?
কিসের টানে কিসের নেশায় নিরুদ্দেশ!
জানতে পারলে হয়তো আমিও রয়ে যাবো সে দেশে–
যার টানে কেউ চলে যায় সব ভালোবাসা, মায়া তুচ্ছ করে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here