আজ যে আঁধার ছেয়ে আছে আমাদের বলা যেতে পারে তা আজকের নয় । হয়ত এ আঁধারের সাথেই সঙ্গম আমাদের ।অসাধারণ শব্দের কারুকাজের এক কবিতা কবি রুমকি আনোয়ারের ”আঁধারে সঙ্গম”

840
অসাধারণ শব্দের কারুকাজের এক কবিতা কবি রুমকি আনোয়ারের ''আঁধারে সঙ্গম”

আঁধারে সঙ্গম

                  রুমকি আনোয়ার

বরফগলা পিচ্ছিল নদী পেরিয়ে এসে
কেবল পোকা মাকড়ের বসত গেড়েছি ,
সময় কেটে যায় আধো ঘুম ,আধো জাগরণে
মাথার উপর ভৌতিক চাঁদ অস্পষ্ট ছায়া ফেলে ।
ভোরের নির্বাপিত আলোয় দেখি
পড়ে আছে যীশুর লাশ মরা কাষ্ঠে, আজও ক্রুশবিদ্ধ হয়ে ,
ক্ষত বিক্ষত সময়ের পেট চিড়ে বেরিয়ে আসে নগ্নসভ্যতা
কোন পাগল যেন চেঁচিয়ে উঠে ‘ ” দেশমাতৃকাকে বিবস্ত্র করো না ,
সে তোমার ই জননী , কানে তুলো গুঁজো দেই –
চেতনার উল্টো পিঠে যখন শেষ সময় এলো
নরকের সোপানে পা রেখেও বলেছিলাম আমি একটু হাসতে চাই
কবিতার মুদ্রিত অক্ষর গুলো কেবল অশ্রু ঝরিয়ে গেলো ।
পালের বাঁধন ছিড়ে যাওয়া নৌকো তটে ভিড়ে না কখনও
জেগে থাকো তোমরা বীভৎস আঁধারের সঙ্গমে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here