আঁধারে সঙ্গম
রুমকি আনোয়ার
বরফগলা পিচ্ছিল নদী পেরিয়ে এসে
কেবল পোকা মাকড়ের বসত গেড়েছি ,
সময় কেটে যায় আধো ঘুম ,আধো জাগরণে
মাথার উপর ভৌতিক চাঁদ অস্পষ্ট ছায়া ফেলে ।
ভোরের নির্বাপিত আলোয় দেখি
পড়ে আছে যীশুর লাশ মরা কাষ্ঠে, আজও ক্রুশবিদ্ধ হয়ে ,
ক্ষত বিক্ষত সময়ের পেট চিড়ে বেরিয়ে আসে নগ্নসভ্যতা
কোন পাগল যেন চেঁচিয়ে উঠে ‘ ” দেশমাতৃকাকে বিবস্ত্র করো না ,
সে তোমার ই জননী , কানে তুলো গুঁজো দেই –
চেতনার উল্টো পিঠে যখন শেষ সময় এলো
নরকের সোপানে পা রেখেও বলেছিলাম আমি একটু হাসতে চাই
কবিতার মুদ্রিত অক্ষর গুলো কেবল অশ্রু ঝরিয়ে গেলো ।
পালের বাঁধন ছিড়ে যাওয়া নৌকো তটে ভিড়ে না কখনও
জেগে থাকো তোমরা বীভৎস আঁধারের সঙ্গমে ।