“রাতের রমন ” কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি আনজানা ডালিয়া ।

495
“রাতের রমন ” কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি আনজানা ডালিয়া ।
প্রতিভাধর কবি আনজানা ডালিয়া

রাতের রমন

                     আনজানা ডালিয়া

ভালোবাসার কতযে রকমফের,
কত যে রঙ
রঙের এই ভবসংসারে বোঝা দায়
চোখের প্রেমে মরমে মরে যায় কেউ
বুক জ্বলে ছাই হয়,
হাসিতে লাগে গ্রহণ,
ভালোবাসার নিরন্ন প্রেমশালায়
জ্বলছে দাউদাউ আগুন নাকি
শাখা-প্রশাখা তাকে ছুটিয়ে নিচ্ছে রাত্রির মুক্ত বাতাসে।
জলন্ত অঙ্গারটুকু তুলে দিতে চায় কেতকীর শুন্য বুকে।
বেলী চামেলীর গন্ধ মেখে
চাঁদোয়ায় মেতে থাক নিঃশব্দ রাতের রমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here