“একলা চলরে”
হামিদা বানু
পাঁজর জুড়ে স্বপ্ন যখন স্বপ্ন হীন
ইচ্ছে ডানা ঘুরছে বুকে রাত্রিদিন
যুক্তি বিহীন বৈঠা প্রবল সংকটে
মগজ মারে সে দুঃসাহস ছটফটে
উৎস স্রোতে মজে যাওয়া ক্লান্তিকর
অতর্কিতে সত্তা মারে নির্বিকার
এবার যদি বুঝতে পারো দংশনে
ফসল দানা তবুও বাঁচে কর্ষনে
আজকে বুঝি জাগরণে মোক্ষ নয়
প্রজ্ঞা এসো মোক্ষ তবে করবে জয়
যুক্তি ছাড়া তত্ব সে তো অন্ধ মুখ
করতে পারে ভেঙে চুরে আস্থা টুক
আজকে তুমি একাই পথে উচ্চ বীণ
রাত্রি শেষে দেখা হবে সুস্থ দিন
ছাদের মাঝে পায়রা ডাকে বক বকম
ভিন্ন মনের দেখতে মানুষ এক রকম
রকমারি চোখের তারা সৃষ্টি হীন
খোলা চোখে দেখছে তবু দৃষ্টি ক্ষীন
সাতটি তারার তিমিরে আজ শুকায় ফুল
কালো জালে ঢাকছে শিশুর ইচ্ছে মুল
অসম্ভবের সাহস তবু টানছে হাত
“জাতের নামে বজ্জাতি” সব নিপাত যাক
“সম্প্রীতি ” আর “মালালা” কে ডাকছি তাই
নতুন গ্রন্থ উদ্ভাবনের রাস্তা চাই…