আজ এই মনোহরা শারদ প্রভাতে
কাজী আনারকলি
আজ এই মনোহরা শারদ প্রভাতে
আঙিনায় দেখি শিশির মাখানো দূর্বা ঘাস,
মনের অসুর দূর করে
অরুণ আলোয় সারি মনের যে প্রাতরাশ।
বিমুগ্ধ নয়নে দেখি নীলাভ আকাশে-
মেঘপুঞ্জ পবনের সাথে ভেসে, হেসে যে বেড়ায়,
নিঃসীম শূন্যে ঐ বলাকারা
দল বেঁধে উচ্ছ্বাসে নাচায়ে পুচ্ছ ; উড়ে দূরে চলে যায় ।
এই তো আমার সুর ! হিমঝুরি দেশ !
শরতের হাওয়ায় দুলছে শিউলি জুঁই, ছাতিম, জারুল,
দুলছে মালতি,জবা, মল্লিকা,গগণ,কেয়া, কামিনী, শিরীষ
হাসছে দোলনচাঁপা, ধুতুরা, টগর, ঝিঙে, হাসছে বরইফুল।
ভাসছে ঝিলের জলে কলমি, শাপলা, পদ্ম,
উড়ছে বেলির গন্ধ, উড়ছে বনের কাশফুল,
মন জুড়ানো নয়নতারা, অরূপ শ্বেতকাঞ্চন
হৃদয় উঠোনে এসে সবাই করেছে ভীড় ; মন মশগুল !