“কিছু কিছু নারী ”কবিতাটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক রহিমা আক্তার রীমা

464
“কিছু কিছু নারী ”কবিতাটি লিখেছেন কবি ও কথাসাহিত্যিক রহিমা আক্তার রীমা

কিছু কিছু নারী

রহিমা আক্তার রীমা

কিছু কিছু নারীর শরীর তৈরীই যেন লোহার পাদ দিয়ে
তিরস্কারের আঘাতে আগুন জ্বলে প্রতিনিয়ত তবুও-
নিরবে সইতে হয় হোক না লোহার আগুনের সংঘর্ষ!

কিছু কিছু নারীর মন তৈরি হয়-
সিল্কের কিংবা রেশমের বস্ত্র দিয়ে
উপরে দেখতে খুবই চাকচিক্য নরম-মোলায়েম,
কিন্তু কষ্টের অল্প তাপেই গলে যায় অজস্র অশ্রুধারা।

কিছু কিছু নারী আবেগগুলো তৈরী-
যেন হাওয়াই মিঠাই এর মতই আকর্ষণীয়
ধরতে গেলেই মুহুর্তেই অস্ত্বিত্বহীন হয়ে পড়ে,
আবেগে স্বপ্ন সাজানোর আগেই সামান্য স্বাদ লাগিয়ে শেষ হয়ে যায়।

কিছু কিছু নারীর আবাসস্থল হয় যেন মৃত্যুপুরী
যন্ত্রণায় মানসিক নির্যাতনে বসবাস অনুপযোগী হয়,
বাইরে সুখ-আনন্দ যে স্পর্শ করে না কোনদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here