তারুণ্যের কবি – ইমরোজ ইকবাল এর জীবনবোধের কবিতা “সোনালি জীবন”

518
ইমরোজ ইকবাল এর জীবনবোধের কবিতা “সোনালি জীবন”
তারুণ্যের কবি - ইমরোজ ইকবাল

সোনালি জীবন

                ইমরোজ ইকবাল

((শেষ পাতার কবিতা গ্রুপে ২০২০ (মার্চ) এর প্রতিযোগিতায় সেরা কবি ইমরোজ ইকবাল )

বারবার উত্তরমুখী হয়েছে প্রেম
পৌষ আর মাঘে খড়কুটো জ্বালিয়ে
 উত্তাপ নিয়েছে শরির আর

হিমালয় হেঁটে-হেঁটে, অক্লান্ত হেঁটে
বরফ টুকরোগুলো জড়ো করেছে
কাঁচের গ্লাসে

গভীর জলরাশি ছুঁয়েছে হৃদয়
ভরা বর্ষায় টালমাটাল ট্রলারে
মৃত্যু ছুঁয়ে দেখেনি উত্তাল যমুনাও

সাগরের টানটান উচাটন তরঙ্গে
ভেসে যায় নির্জন সময়
সময় কথা বলে, চলে সময়ের সাথে

সময়ের হাতে সঁপে দিলাম আজি
সোনালী জীবন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here