“কলম হত্যা ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলম সৈনিক সাহানুকা হাসান শিখা

431
“কলম হত্যা ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলম সৈনিক সাহানুকা হাসান শিখা

কলম হত্যা

   সাহানুকা হাসান শিখা

কেন করলে এই কলম খুন
বজ্জাত কপলাঙ্গার শয়তান
শহীদের রক্তের চেয়ে দামী
এর কালি, কত যে মহান
গল্প কবিতা আর উপন্যাস,
লিখে যেতো কত না জানা ইতিহাস
আমরা জানি না,কোথায় করছি বাস?
পারছি না নিতে স্বস্তির নিশ্বাস
অকালে হারিয়ে গেল এক কবি প্রাণ
সাহিত্য জগতে ছিল তার কত অবদান
লিখে যেতো সে কত কথা,
মানুষের মনের হাজারো প্রশ্ন,শত ব্যথা
কি দোষ তার,কেন তাকে করলো হত্যা
কবি মানেই সহজ সরল মুক্তমনা,
সাধারণ মানুষের মনের আয় না
থাকে না তাদের কোন চাওয়া কোন বায়না,
তাকে কখনই ভুলা যায়না
চাই বিচার,চাই বিচার,চাই বিচার,
চাই শাস্তি,চাই ফাঁসি,চাই মৃত্যুদণ্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here