আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার কবিতা “অপরাজিতার গল্প’’

246
-সাহানুকা হাসান শিখার কবিতা“অপরাজিতার গল্প’’

অপরাজিতার গল্প
সাহানুকা হাসান শিখা

সূর্য্যটা ভর দুপুরে অস্ত গেল
বল্লো আবার মধ্যরাতে উদিত হবে,
সে কি আমার সাথে ঠাট্টা করলো ?
না, আসলেই তাই ?
অস্ত যেতে যেতে এক সময়
তিমির অন্ধকারে ডুবে ছিলাম।
চারিদিকে কেবল ভয় ভয় আর ভয়,
চেষ্টারও নেই কমতি, তারপরও নেই জয়।
অবহেলার যে কি যন্ত্রণা, আহা
পোষা বিড়ালটি টিপ টিপ করে
চোখের জল ফেলছে।
এই পৃথিবীতে সন্তান এসেছে,
ছেলে নাকি মেয়ে, এ নিয়ে কতো দ্বন্ধ,
ছেলে চাই,না হলে নারী হবে খণ্ড।
যায় যায় দিন, রাত কাটে নিদ্রাবিহীন,
অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা।
কখন আসবে আলো?
হঠাৎ কোন এক সময়,
সূর্য্য দেবতা তার কথা রাখলো
ঠিকই মধ্য রাতে উদিত হলো।
আলোকিত হলো আমার আকাশ,
কিন্তু আমার দৃষ্টিশক্তি আজ ক্ষীণ
লাল বেনারসি শরীরে জীর্ণশীর্ণ।
চাহারাটাও বিবর্ণ।
তারপরও আমি অপরাজিতা,
করেছি সবাইকে ক্ষমা,
আঁধার কে ঠেলে দিয়ে
ছুটেছি আলোর পথে।
আলোকবর্তিকা আজ আমার হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here