সাম্যবাদী জীবন দর্শনের কবি লকিতুল্লাহ মাহমুদ চিশতীর কলমে কবিতা “আগে জীবের সেবা তো করো”

539
জীবন দর্শনের কবি লকিতুল্লাহ মাহমুদ চিশতী

আগে জীবের সেবা তো করো

                                     লকিতুল্লাহ মাহমুদ চিশতী

যদি জীবের সেবা না করো তুমি
লাভ হবে না নামায রোজা যাকাত দিয়ে
লাভ হবেনা হজ করে হাজী নাম ধরে
লাভ হবেনা লক্ষ কোটিবার জিকির করে
কলেমা পড়ে মুসলমান হয়ে
কোন লাভ হবেনা গোমরাহী ভাব ধরে।
লাভ হবেনা গয়া কাশি বৃন্দাবনে
লাভ হবেনা ডুব দিয়ে গঙ্গা স্নানে
লাভ হবেনা সাদা-গেরুয়া ধূতি পরে
লাভ হবেনা লাভ হবেনা কোন লাভ হবেনা
মসজিদ মন্দির গীর্জা প‍্যাগোডা খুলে।
ইবাদত করো নিষেধ নাই কোন কালে
তবে শোন হে পণ্ডিত
আগে জীবের সেবাতো করো !
মানুষ মারা গেলে রীতি জানো
তার সৎকারে এগিয়ে আসো সবাই
কাধে কাধে তুলে নাও লাশের কফিন
জানাযা হলে জানাযা দাও ভবে
ভয় নেই ওরে ভয় নেই দাফন করো
তোমার কারনে মানবতা যেন না কাঁদে আর
যাকে শ্মশানে নেবার শ্মশানে নাও
এগিয়ে আসো মুখাগ্নি করো নিজ হাতে
জাত বাছার সময় নেই এখন তোমার
এবার তুমি ভাল কর্মতো করো ।
এখনই তোমার পশু থেকে মানুষ হবার পালা
সূরা ফাতেহা সূরা বাকারা সূরা নাসকে
বুঝে নিয়ে আসা, আছে দরকার ভাল করে জানা
মানুষ হলেই স্বর্গ / জান্নাত সবই পাবে
আর যদি না হতে পারো তুমি আহ !
তোমার অপেক্ষায় আছে নরক কুণ্ড বাহ !
প্রেমোভক্তি বেড়ে যাক ভবে মানুষে মানুষে,
জান্নাত এসে নাচবে ধরাতে দেখবি অবশেষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here