হবো চির শান্ত
নীলা আলম~~~~
বিশীর্ণ রাতের চাঁদ, আলোক জোছনায়
একদিন আমি চাঞ্চল্যে হারাব!
হব খুব নিরব….
চাঁদও আমায় মায়া করবেনা ডাকবেনা কাছে
বলবেনা এই মেয়ে…
জোছনা মাখবি গায়?
আমার চিরচেনা সুর হবে ভুল বসন্ত
আমার কথা হবে আনাড়ি
আমার পথ হবে ধাঁধা
আমিও আর আগের মত হাসব না অকারন
হবো খুব শান্ত সমতল ভূমির মতো।
পাখসাটে উড়ে যাওয়া পাখি দেখে মুগ্ধ হব না,
তাকাবো না দূর আকাশে
বলব না সমুদ্রের জল আমার পা ভিজিয়ে দিক,
চাইবোনা তাহার গর্জন আমায় কাঁপিয়ে তুলক।
আমি হব শান্ত খুব।
সন্ধ্যা আমায় আর ভাবাবে না
লিখব না তাকে আর কোন পত্র!
বলবনা উঠোনজুড়ে বসো
পাটি বিছিয়ে
আমরা কতকাল সন্ধ্যা দেখিনা!
আজ কেমন চুপসে মন
কথার ভাঙ্গন।
খুব শান্ত হয়েছি বোধহয়।
আত্মবিস্মৃতির কথা বলছি,
নেই কোন চিৎকার-
নেই কোন অভিযোগ
এখন গভীর রাত!
শুধু আমার কেবল ভয় হয়!
ঝিঁঝি ডাকা অন্দকার।
অনুভব করছি তুমি জেগে আছ….
দেখো আমি কেমন শান্ত!
অভিনয়ে কাঁচা আমি
পাথর সত্য লুকাতে
পণ করেছি অশ্রু দিয়ে
চিরায়ত সূক্ষ্ম অভিনয়ে জয়ী আমি হবোই-
হবো চির শান্ত।