ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি মৌসুমী করের নির্বাক অন্তরের দুটি কবিতা

255
ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি মৌসুমী করের নির্বাক অন্তরের দুটি কবিতা

ফ্যানভাতের রহস্য

                 মৌসুমী কর 

শীতের যাই যাই করেও
আবার যেনো কামড় বসায়
আড়ালেতে আবডালেতে
এখনও আমায় শ্রাবণের ভাসায়
এখনো তোমার রাত পোহানোর
বাঁশির সুরে
ঘুম ভেঙে যায় ব্যাকুলতায়
শালিক ভোরে
সারা উঠোন জুড়ে আমার
কুয়াশা শীতের মাখামাখি
পুকুরের জলেতে আজ
কৈ মৃগেলের লাফালাফি।
কবিতার রূপ পেতে
শব্দ খেলা অজস্র
সবকিছুকে পিছনে ফেলে
ফ্যানভাতের রহস্য।
হিমেল হাওয়া বয়ে আনে
শীতের ছন্দ উলের কাটায়
ভাতের গন্ধ থেকে যায় তবু
ইতিহাসের পাতায় পাতায়।

নদীটা

        মৌসুমী কর

বাবার বিন্দু বিন্দু ঘাম দিয়ে
তৈরী হয়েছে
সচ্ছলতার নদীটা…..
মা দুহাতে পলি সরায়
যাতে নদীটার নাব্যতা বজায় থাকে।
আমি নদীটায় কখনো ডুব সাঁতার দেই
কখনোবা চিৎ সাঁতার ।
নীরবে নিভৃতে দু ফোঁটা অশ্রু পড়ে
নদীটার জলে……
আমি বার বার নতজানু হই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here