ফ্যানভাতের রহস্য
মৌসুমী কর
শীতের যাই যাই করেও
আবার যেনো কামড় বসায়
আড়ালেতে আবডালেতে
এখনও আমায় শ্রাবণের ভাসায়
এখনো তোমার রাত পোহানোর
বাঁশির সুরে
ঘুম ভেঙে যায় ব্যাকুলতায়
শালিক ভোরে
সারা উঠোন জুড়ে আমার
কুয়াশা শীতের মাখামাখি
পুকুরের জলেতে আজ
কৈ মৃগেলের লাফালাফি।
কবিতার রূপ পেতে
শব্দ খেলা অজস্র
সবকিছুকে পিছনে ফেলে
ফ্যানভাতের রহস্য।
হিমেল হাওয়া বয়ে আনে
শীতের ছন্দ উলের কাটায়
ভাতের গন্ধ থেকে যায় তবু
ইতিহাসের পাতায় পাতায়।
নদীটা
মৌসুমী কর
বাবার বিন্দু বিন্দু ঘাম দিয়ে
তৈরী হয়েছে
সচ্ছলতার নদীটা…..
মা দুহাতে পলি সরায়
যাতে নদীটার নাব্যতা বজায় থাকে।
আমি নদীটায় কখনো ডুব সাঁতার দেই
কখনোবা চিৎ সাঁতার ।
নীরবে নিভৃতে দু ফোঁটা অশ্রু পড়ে
নদীটার জলে……
আমি বার বার নতজানু হই