বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি প্রেমা চক্রবর্তী’র নির্বাক অন্তরের কবিতা “সংকল্প”

281
কবি প্রেমা চক্রবর্তী’র নির্বাক অন্তরের কবিতা

সংকল্প

প্রেমা চক্রবর্তী

যদি বুঝতে পারো বদলে যাচ্ছে সবকিছু,
চেনা মেঘ গলে আর বৃষ্টি নামছে না
তবে শহর ছেড়ে পালাতেই পারো দূরে
কথা দিলাম আর ঠিকানা রাখবো না।

যদি শুনতে পাও যে সুর থেমে গেছে
পাহাড়িয়া ঝরনাতে আর শব্দ আসে না
তবে এবার তুমি মুক্তির গানই গাও
ভুলে যেতে থাকো যা ছিল খুব চেনা।

যদি দেখতে পাও পাখিদেরও নীড় ভাঙে
ছড়িয়ে আছে সব বাসা-খড়কুটো গুলো
তবে তুমিও এবার ঝড়কে ছুটি দাও
শুধু আগলে রেখো উড়ে যাওয়া শেষ ধুলো।

যদি বুঝতে পার সবুজে হারাচ্ছি আমি,
মেঘেরা তেমন আঁকড়ে ধরছে কই…!!??
তবে এবার বরং উড়েই চলুক “মন”…
আমি তারার মতই একলা জেগে রই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here