রীতা ধরের অনুভূতির কবিতা“প্রণত অভিমান ”

55
রীতা ধরের অনুভূতির কবিতা“প্রণত অভিমান ”

প্রণত অভিমান
রীতা ধর
কথাগুলো তোমার জানার কথা নয়,
কারন কষ্টের কথা বলতে আমার ভালো লাগেনা।
রক্তের মতো জমাট বেঁধে আছে অতীত; বৃষ্টিহীন মহুল প্রান্তর,,,
হেমন্তে ঝরে গেছে
যা ছিল দুয়েকটি পাতা,
শিমুল ডালে ফুটেছে ধোঁওয়ার পাহাড়
অতীত যেন সারি সারি নিদ্রাতুর লাশ।
ভালোবাসা মরে গেছে
মৃত্যু হয়েছে ভালোবাসার,
কী নির্মম! হত্যাকে মৃত্যুর মতো দেখার ছল।
তবুও আমি প্রশ্নহীন নতজানু,
হয়তো আমারও অতলান্ত ছল।
এসব তোমার জানার কথা নয়
নিরুত্তাপ ধারার মতো চোখে না পড়া অথবা এড়িয়ে যাওয়া পথরেখা মাত্র।
অবিনাশী আত্মার মতো ভালোবাসাও ঢুকে পড়ে অন্য খোলসে আর এমন মৃত্যুরা
মাথা নীচু করে প্রণত হয়,
ফিরে যায় নিজ বলয়ে।
বসন্তের করতল ছোঁয়ার মায়া না করে আমিও বসে পড়ি বৃষ্টিহীন মহুল প্রান্তরে
বিপুল উদ্যমে দেখে নিই পূবের সুর্যোদয়,,,,

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here