বিশ্ব নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে চেতনার আলোয় আলোকিত কবি – আয়েশা মুন্নির কবিতা “কুলভ্রষ্ট’’

155
কবি - আয়েশা মুন্নির কবিতা “কুলভ্রষ্ট’’

কুলভ্রষ্ট
আয়েশা মুন্নি

কুলভ্রষ্ট প্রেমের পাণ্ডুলিপির প্রতিটি পৃষ্ঠাজুড়ে
প্রতিটি চরণে চরণে লিখে দিও,
তুমি আমার কথাই লিখ বিবর্ণ বিবাদে।
যতটুকু পারা যায় দোষ দিও আমার।
যতটুকু ঘৃণা করলে আমি নষ্ট মানুষ হবো,
তারচেয়ে বেশি দিও অপবাদ।
তুমি আমাকে সে পর্যন্তই নামিয়ে দিও
যতখানি নামালে থাকবে না পরিচয়,
যতখানি নামলে বলতে পারবো না আমি কে?
ঠিক ততখানি নামিয়ে দিও….

তুমি আমার অতীত বর্তমান ভবিষ্যৎ মুছে দিও
সহস্র সভ্যতার কাছে নিষিদ্ধ করে দিও
জনসভার বজ্র ভাষণে বলে দিও,
নিষিদ্ধ যৌবন নিয়ে, কেতকী ফুটেছিল একদিন…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here