ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি লেখক-বিশ্বজিৎ করের কবিতা “অকপটে!”

215
বাংলা সাহিত্যের অন্যতম সারথি লেখক -বিশ্বজিৎ করের কবিতা “অকপটে!”

অকপটে!
বিশ্বজিৎ কর।

এখন আর হিসাব মেলে না….
জীবন অভিমানীর মোড়কে কষ্ট পায়,
হাতের কড়ায় দিন গুনি – এক, দুই, তিন…..
মায়ের অঙ্ক শেখানো শ্লেট-পেনসিলে!

লাশ পোড়ার গন্ধে কবিতা কেঁপে ওঠে,
বিচারের বাণী সরবে কাঁদে….
মহার্ঘভাতার শতকরায় চুলচেরা হিসাব!
সান্ধ্যকালীন শঙ্খধ্বনির সুরে মা নেই ,
স্বার্থপর দৈত্যর অধীনে শুধু বাগান নয়…
উপেনের জমি, বেণীমাধবের বাড়ি…..
সাইরেন বাজে, বিপদের!

দিন গুনছি – এক, দুই, তিন…..
মায়ের অঙ্ক শেখানো, শ্লেট-পেনসিলে!


বিশ্বজিৎ কর। কলকাতা। ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here