ভীষণ মন চাইছে
শিখা গুহ রায়
হারিয়ে যাওয়া মন
ভুলে গেছে সে
কোন এক মেঘলা দিনে
বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া হয়ে।
রোদ্র ছায়ায় লুকোচুরি
কোন এক ভোরবেলায়
কুয়াশা হয়ে শেষ বিকেলে
গোধূলি লগনে হাতে হাত ঠোঁটেঠোঁটে।
এখন হারিয়ে গেছে সে
কোন এক অমাবস্যার রাতে
ভয়ংকর কালো অন্ধকার হয়ে
ঘন কালো মেঘের আড়ালে।
হয়তো কোন এক বর্ষায়
অচেনা নদীর স্রোতের সাথে
ভেসে ভেসে আবার গা ভাসাতে
ভীষণ মন চাইছে আবারো!!