হায়রে!মোবাইল
————–শোভা রাণী বিশ্বাস
ছিপছিপে লোক তবু কাজে ভারী খুব,
মোবাইলে সারাদিন দিয়ে থাকে ডুব।
চোখ থাকে মোবাইলে খাওয়া খায় তাও,
সময়টা পার করে শুধু ফাও ফাও।
মোবাইল কিনে আনে জমিজমা বেঁচে,
আহ্লাদে গদোগদো হাটে নেচে নেচে।
মোবাইল তল্লাটে নাই দামী কারো,
যাচাইটা করো তুমি যতখুশি পারো।
শখ মন ভরা তার পেটে নেই ভাত,
অনাহারে মাঝে মাঝে কেটে যায় রাত।
চেচামেচি করে তার বউ তিনবেলা,
বউটাকে করে যায় শুধু অবহেলা।
কষ্টতে ফেঁটে যায় বউটার বুক,
জীবনেতে পায়নি সে সুখ নামে শুক।
রাগে ক্ষোভে বউটা একদিন রাতে,
জল ঢেলে দিলো সেই মোবাইলটাতে।
জল পেয়ে মোবাইল হয়ে গেল নষ্ট,
সেই থেকে স্বামীটার মনে বড়ো কষ্ট।
নাওয়া খাওয়া সব তার হয়ে গেল শেষ।
নেশা নয় শেখো কিছু দেই উপদেশ।