বিশিষ্ট কবি-কয়েছ চৌধুরীর কবিতা“নির্মম দিগন্ত”

351
বিশিষ্ট কবি- কয়েছ চৌধুরীর কবিতা“নির্মম দিগন্ত”

নির্মম দিগন্ত
কয়েছ চৌধুরী

আমায় দাফন করো তুমি তোমারই দিগন্তে
বঞ্চিত করে সকল অস্প্রদায়িক দৃষ্টি হতে,
যা কেড়ে নেয় মা ও মাটির মাতৃত্ব বোধ ও আত্মসম্মান
কলঙ্কিত করে দেশ ও জাতির মাতৃ পিন্ড-কে!
ত্রিশ লক্ষ জীবনের আত্নত্যাগের বিনিময়ে
তিলে তিলে স্বাধীনতা লাভ করার পরও
আজ মুক্ত নও এই সবুজ সামল গণতান্ত্রিক মাতৃভূমি!
নুনা মিষ্টির মতো অতৃপ্ত-বহিরা রুদ্রের কোকিল গুলো-
চড়ুই পাখির সম্রাজ্য বিস্তারে তৃষ্ণা নিবারনে উন্মুক্ত বলে!
শৈবাল হয়েও বজ্র কন্ঠে গাইছো গান দীঘির অনুকূলে।
যেখানে আজও যায়নি রক্তে রঞ্জিত সুধর্ষণ
স্রোতে ভেসে আসা লাশের রক্তে রঞ্জিত গন্ধ
রাজ পথে ছিলো এই বাংলার দামাল ছেলেদের
রক্তে রঞ্জিত লাশের সুধর্ষন,
যাদের না হয়েছে দাফন
না হয়েছে জানাজা!
প্রতি নিয়তো পাখির মতো গুলিবিদ্ধ হয়েছে মানব,
এই মা ও মাটির ভারসাম্য রক্ষা করার স্বার্থে।
বহিরাগত হিংস্র কোকিল এর
শাসন শোষণ থেকে মুক্তির আশ্বাসে, যা আজ শুধুই ইতিহাস বা গল্প-
মা মাটি ও মানুষের জন্য বাঁচো-
যদিও অল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here