“তুমি শুধুই স্মৃতি “
হামিদা পারভিন শম্পা
>>>>>>>>>>>>><<<<<<<<<<
আমি বাঁধবোনা তোমায় আর
ভালোবাসার বাঁধনে,
চাইবোনা আর কোন বন্ধন
মনের অঙ্গনে।
ছৃঁতে চেওনা অবুঝ আবেগ
যুগিয়ো না আর ইন্ধন,
ভালোবাসার যোগ্য নাইবা হলে
মুক্ত করেছি সকল বন্ধন।
প্রতিদ্বন্দ্বী নও তুমি আমার
তোমাতে কিসের দ্বন্দ্ব?
ভালোবাসার পবিত্রতা ভুলে
মোহ মায়ায় তুমি অন্ধ।
তোমার আবেগী বর্ষণ
করেনা আমায় আকর্ষণ।
তুমি আজ শুধু ই স্মৃতি
ধুলো জমা প্রীতি।