বিস্মৃতি
****নাসরিন জাহান মাধুরী
এমনওতো হয়! তিন কাল চলে যায়
বিস্মৃতির আড়ালে
কালান্তরের হাওয়ায় মুছে দিয়ে যায় সব–
পড়ে থাকে যে ফসিল নাম ঠিকানা বিহীন
তাকে বেওয়ারিশ ট্যাগ লাগিয়ে চলে যায়
বিস্মৃত কোন আপন জন।
যারে এতো ভালোবাসি বলে গলা ফাটালে
সেও বিস্মৃত আমিও বিস্মৃত
পাশ কাটিয়ে যাও অপরিচিত ভংগিতে
তবুও কি কোথাও কালের কুঠুরিতে সে ইতিহাস
লিপিবদ্ধ থাকে?
তবুও কি কাল বলে থাকে কিছু?
নাকি মিশে একাকার সময়ের মহাসমুদ্রে!