উত্তরের অপেক্ষায়
সর্বাণী ঘড়াই
পায়ের তলায় সরে গেছে মাটি
এখন বিশ্বাসের চোখে
স্বপ্নের ঘর
একটু একটু করে খড়কুটো দিয়ে তৈরি করেছি তোমার পার্থিব শরীর
মাটির প্রলেপ দেওয়া বাকি
তার আগে বলে দিতে পারো
তোমার চোখ কি ভালবাসে
চাঁদের কলঙ্ক অমাবস্যার রাত
তোমার দু চোখে এখন প্রদীপের উত্তাপ
সেই পবিত্র ওমে বূক ভরে শ্বাস নি নীল নীলাকাশে
ভরের আলো ফোটার আগে
প্রথম সূর্য কিরণ দিয়ে
একেঁছি তোমার চোখ
প্রাণ প্রতিষ্ঠা করার আগে
আর একবার ভাবো
পায়ের তলায় মাটি হয়ে
শেকড়ে ভরে দেবে শ্বাসবায়ু
নাকি আলগা করবে শেকড়ের মাটি
এখনো মূর্তি গড়া বাকি
চোখের ভেতর গভীর জলাশয়
আমি পানকৌড়ির মতো ডুব দিয়ে খুঁজছি ইন্দ্রপুরী
ভবিষ্যত উত্তরের অপেক্ষায় ।