আনজানা ডালিয়ার কবিতা “রঙ ”

255
আনজানা ডালিয়ার কবিতা “রঙ ”

রঙ
আনজানা ডালিয়া

নিবু নিবু হতেই আচমকা জ্বলে উঠলো প্রদীপটা
কি আলো, ঝলমলে।
আলোয় আলোয় ভুবন ভরে উঠলো
এমন আলোয় হাসতে হাসতে বেরিয়ে এলো রাজের এক কুমার
হাতে একগুচ্ছ রক্তিম গোলাপ
সেই রঙ ছড়িয়ে দিলো আমাতে
আমিও আছি সে রঙ ধারন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here