আনজানা ডালিয়ার কবিতা “রঙ ” আগস্ট ২৬, ২০২২284ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL আনজানা ডালিয়ার কবিতা “রঙ ” রঙআনজানা ডালিয়ানিবু নিবু হতেই আচমকা জ্বলে উঠলো প্রদীপটাকি আলো, ঝলমলে।আলোয় আলোয় ভুবন ভরে উঠলোএমন আলোয় হাসতে হাসতে বেরিয়ে এলো রাজের এক কুমারহাতে একগুচ্ছ রক্তিম গোলাপসেই রঙ ছড়িয়ে দিলো আমাতেআমিও আছি সে রঙ ধারন করে।