লন্ডন থেকে প্রবাসী কবি মিনু আহমেদ এর কলমে আজকের কবিতা “বিষাদ অনলে”

477
লন্ডন থেকে প্রবাসী কবি মিনু আহমেদ এর কলমে আজকের কবিতা “বিষাদ অনলে”

বিষাদ অনলে-।|।

                    —মিনু আহমেদ।

অন্ধকারে হারিয়ে ফেলেছি আকাঙ্ক্ষার তারা।
তাই তো নির্জনে দাঁড়িয়ে আছি–একা।
একাকিত্বের প্রহরে রোজ তোমার লাগি।
মাঝে মাঝে অনুরাগের তুলিতে তোমার ছবি আঁকি।
নিভৃতে নিশিতে কাঁদে অন্তর—অপেক্ষায় থাকি।
নীরবে বসে তোমার কথা ভেবে
———শত প্রহরে হয়েছি প্রহরী একাকী।
প্রাণের লেনা-দেনা সুরের মূর্ছনা—
সবই তুমি হে প্রিয়া।
তবুও মধ্য পূর্ণিমার রাতে মনের আলোতে হলো না‚
——তোমার আকাশ চেনা।
তোমার প্রণয় কল্পনায় রেখে
আকাশপানে তাকিয়ে তারার দেশটি খুঁজি।
সন্ধ্যা আকাশে সাদা মেঘের ভেলা,
বসন্ত শেষে স্বপ্নই আমার পুঁজি।
রোজ সন্ধ্যাতারার সাথে শত কথা প্রণয়ের সুরে বলি।
বিষানলে মনের যত কথা— অপেক্ষায় পুড়ে।
বিশ্বাস করো—
তারা ফুলের মালা গাঁথা হয়নি আজও
তবুও—শিউলিফুলের গন্ধে শিশিরে সিক্ত হয়—
আমার আঁখি।
কাব্য ধ্রুবতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here