মনের ভাব প্রকাশের জন্য যে ব্যাকরণ জানতে হয়, তা জানা যাবে প্রতিভাধর কবি__নীলা আলম এর ভিন্ন ধর্মী কবিতা“আমার একার তুই ”

580
নীলা আলম এর ভিন্ন ধর্মী কবিতা “আমার একার তুই ”
প্রতিভাধর কবি__নীলা আলম

আমার একার তুই

                           নীলা আলম।

______________
আজ সত্যিটাই বলছি-
সেদিন তোর কথাতে চাঁদ আমি দেখিনি
অলসমনা ঘুমকাতুরে চাদর মুড়ি দিয়ে বলেছি আজ চাঁদটা কি সুন্দর!!
হ্যাঁ সত্যি সেদিন দখিণা জানালা খুলে চাঁদের সাথে মিল করিনি তোকে,

মিছে বলেছি আমার চাঁদ তো তুই…..

আজ সত্যিটাই বলছি-
সেদিন আমি নিশি জাগিনি
জেগে ছিলি তুই
ভালোবাসতিস খুব করে
আর আমার রঙিন বর্ণে স্বপ্নে বিভোর মন সুখ নিদ্রায় করে বিচরণ….

আজ সত্যিটাই বলছি-
সেদিন খুব ভোরে আমি জাগিনি
যাইনি দৌড়ে একদম
তোর পায়ে পা মিলিয়ে কুয়াশায় ঘাসের শিশিরের পবিত্রতায়
কিন্তু তুই? ছুটে চলেছিলি বহুদুর……..

আজ সত্যিটাই বলছি-
সেদিন তোকে মিথ্যে করেই বলেছি
আমায় নিয়ে চল, ইতিহাসের ঘরে ;কিন্তু সেদিন তুই আর কই?
কেমন করে যেন আজ মিথ্যে চাওয়া আপন মনে হয়….
আমার ইতিহাসের ঘর দেখা আর হল না….

আজ সত্যিটাই বলছি-
সেদিন তুই বলেছিলি তোর আমার উঠোন এক করে বৃষ্টিস্নাত হই,
নাহয় চল আজ ভরা পূর্ণিমায়
জোছনা মাখি গায়
আমি লাজুক এপ্রান্তে বলতে পারিনি আয় ছুটে আয়
সেদিন তুই খুব রেগেছিলি…

আজ সত্যিটাই বলছি-
আজ আমার একার দিন একার রাত,
একা চাঁদ দেখি
একা জোছনা মাখি গায়
একার উঠোন জুরে বৃষ্টিতে ভিজি
আবার সেই একা জানালায়…
ভাবি! আজ শুধু একা তোকে,
আমার একার তুই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here