করোনায় প্রেম
শামসুন নাহার
কেমন আছো তুমি?
অথবা
তোমার অন্য কেউ?
আজোও কি রাত জেগে
মোবাইলে চ্যাট করো,
নাকি স্বপ্ন দেখেই
রাতটা কাটাও?
জানতে ইচ্ছে করে
বিকেল বেলায় শস্য ক্ষেতে,
ডাহুক ডাকে প্রিয়া কই প্রিয়া কই
তুমিও উদাস হয়ে
খুঁজতে থাকো তারই।
বলো নাগো কতটা দুরে আমি
স্মৃতিও বুঝি নাই?
সেই প্রিয়াতেই মুগ্ধ তুমি
কোথায় তোমায় পাই?
ওগো জ্বোনাক জ্বলা চাঁদ নিশীতে
প্রিয়ার কোলে মাথা রেখে,
ভাঙছো নিয়ম নীতি,
আমি তোমায় ছাড়লেও কিন্তু
ছাড়বে না ভাইরাস রীতি।
এই করোনায়ও প্রেম মরেনা
ভাবতে অবাক লাগে,
আর কি হলে ফিরবে তুমি
প্রশ্ন মনে জাগে?
করোনা বুঝি ধরেছে মোরে
তাইতো বিদায় নিলে,
আঘাতটা কিন্তু কম হলেও
মারলে যেন দিলে।