বছর শেষে এলো পহেলা বৈশাখ…
ফাহমিদা ইয়াসমিন
কতো আনন্দ- উল্লাসে কেটে গেছে গত কয়েক দশক
নানান সাজে পালিত হয়েছে আগত সময়
হলুদ শাড়ির সাজে, গ্রাম্য মেলায় মেতেছিলো কাল
ভাঁটা পড়ে গেছে আজ করোনায় থাবায়।
কোথাও দেখি না রমনীর পোশাকের মেলা
পিঠাপুলি ভরা নবান্নের হাসিখুশি মুখের ছবি
এভাবে কাটবে বৈশাখী আমেজ দুঃখের সাজে
কখনো কি ভেবেছি পড়ন্ত সময়ের ভাঁজে ভাঁজে?
আবার ফিরে আসুক পুরোনা দিনের সেই মন মাতানো রঙের খেলা
ঘরে ঘরে আসুন সবুজের সুখ, বৈশাখ বরণের ঢেউ।