কবি ছন্দা দাশের কলমে বর্ষবরণের কবিতা“শুভ নববর্ষ ”

968
কবি-ছন্দা-দাশ

শুভ নববর্ষ

                   ছন্দা দাশ

নূতন আলোর পরশ মাখা প্রভাত বেলা
কোন খুশিতে জাগায় আমায় আলোর মেলা,
প্রাণের মাঝে দুলিয়ে দিয়ে তার হরষে
আজকে সকাল মধুর জানি এই বরষে।

মোহন রূপের উদ্ভাসে তার বদনখানি
অগ্নিস্নানে পূন্য হবে এই ধরণী।
রুদ্র রূপে অগ্নিজ্বলা এ বৈশাখ
দীপ্ত তেজে পবিত্রতার প্রদীপ জ্বালাক।

বর্ষ শুরুর প্রভাত বেলার মন্ত্রখানি
হৃদয় সবার যাক়না ছুঁয়ে মধুর বাণী।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here