বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবি আয়েশা মুন্নি লিখেছেন ৩ টি কবিতা “রক্তাক্ষরে স্বাধীনতা” “আজন্ম ঋণ ”ও “শ্রদ্ধায় স্মরণ সূর্যসন্তান”

353
আয়েশা মুন্নি লিখেছেন ৩ টি কবিতা “রক্তাক্ষরে স্বাধীনতা ” “আজন্ম ঋণ ” ও “শ্রদ্ধায় স্মরণ সূর্যসন্তান ”

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের…

১ । রক্তাক্ষরে স্বাধীনতা
আয়েশা মুন্নি

বাঙালির গৌরবময় ইতিহাসে
২৫ শে মার্চের ভয়াল কাল রাত্রি
তার একখণ্ড ইতিহাস…
স্বাধীনতা শব্দটির পূর্ণাঙ্গ মহাকাব্য।
সেদিনের নিরস্ত্র আপামর বাঙালির কান্না
আজও থামেনি,
আজও কান পেতে শুনি সেই মর্ম বিলাপ।
চোখ খুললেই আজও দেখি ম্যাগনেসিয়াম ফ্ল্যাশের আলোতে সেই ঝাঁঝরা দেহগুলো
আবাল- বৃদ্ধ – যুবক – বনিতার!
সেদিনের সেই মহাকাব্যে, মহাত্যাগে
স্বীয় আত্মার বলী দিয়ে
রক্তগঙ্গায় সাঁতরিয়ে
বাঙালিরা যে ইতিহাস রচনা করেছিল
সেই ইতিহাসের সোপানে আমাদের চির মুক্তি
আমাদের স্বাধীনতা – প্রিয় বাংলাদেশ।
তাই আজ…
বুকের জমিনে রক্তাক্ষরে পতাকা এঁকে
পালন করছি – মহান স্বাধীনতা দিবস।

২। আজন্ম ঋণ
আয়েশা মুন্নি

অস্তমিত সূর্যের পাহারায় অতৃপ্ত আত্মার কান্না,
হৃদয় ভাঙ্গা সুরে দূরদর্শী দৃষ্টিক্ষুধা।
কবিতার গ্যালাক্সি জুঁড়ে বিস্তৃত
চিত্তছোঁয়া লাল সবুজের বৃত্তমুখ।
মলাট বন্দী ডায়েরীর পাতায়
ভালবাসার উপাখ্যান।
কত গল্প কবিতা উপন্যাসে দগদগে তাজা রক্তের ইতিহাস।
কলমের ছোঁয়ায় শব্দ বিস্ময়ে নতজানু চিরহরিৎ মায়া।
ক্রন্দসী চিত্ত, আজন্ম ঋণ
বিনম্র শ্রদ্ধা রেখে গেলাম
নিরস্ত্র বুদ্ধিজীবীদের নিঃশ্বাসে…
মানচিত্রের প্রতি কোষে কোষে,
তাদেরই দগ্ধ রক্তাপ্লুত লাশে আমার আজন্ম ঋণ।
হৃদপিণ্ডের নির্নম ক্ষরণে
ক্রোধের অনলে পোড়ে
হৃদয়ের অনুভূতিতে, গোটা মস্তিস্কে জুঁড়ে
গন্ধর্ব উত্তেজনার ইতিহাস ।

৩ । শ্রদ্ধায় স্মরণ সূর্যসন্তান
আয়েশা মুন্নি

মাতৃভূমি
আলোড়নে
গণআন্দোলন
দেশপ্রেম জাগ্রত
মাতৃভূমি রক্ষার্থে মন
সাড়ে সাত কোটি জনতা
স্বাধীন দেশের স্বপ্নে বিভোর
নয়া প্রভাতের আলোর অপেক্ষা
বিজয় দিবসের দ্বারপ্রান্তে মাতৃভূমি
সুদীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধ
বাঙালির চেতনে মননে দুর্বার বিজয়ের সুর
ত্রিশ লক্ষ শহীদ,দুই লক্ষ মা বোনের সম্ভমহানি
শত কোটি ত্যাগের বিনিময়ে লাল সবুজ পতাকা !
এমন চূড়ান্ত বিজয়ের সন্ধিক্ষণে দেশ মাতৃভূমি
নিষ্ঠুর মনোভাবে নৃশংসতায় বুদ্ধিজীবী হত্যা
দেশ মেধাশূন্য করার অভিপ্রায়ে শত্রুপক্ষ
পৈশাচিক কান্ডের বলী দেশ মেধাবীরা
ওঁরা সূর্যসন্তান, বাংলার শ্রেষ্ঠ সন্তান
অসীম নিঃস্বার্থ মনের ছিল তাঁরা
তাঁদের ত্যাগ,নিষ্ঠা দেশের গর্ব
গভীর শ্রদ্ধায় জনতা স্মরণে
আজ বুদ্ধিজীবী দিবসে
সকল দেশপ্রেমী মন
করজোড়ে শ্রদ্ধায়
বিনম্র শ্রদ্ধাঞ্জলি !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here