স্বীকারোক্তি
বিশ্বজিৎ কর
একদিন তোমাকে বলতেই হবে –
“প্রেম এসেছিল জীবনে !”
লোকলাজ সেদিন হেরে যাবে, তোমার অনুশোচনার তীব্রতায়!
একদিন তোমাকে বলতেই হবে –
“ফাগুন লেগেছিল মনে! ”
ঋতুচক্রের মোহময়তা সেদিন মাথা নত করবে, তোমার গোপন ভালবাসার আবেগে!
একদিন তুমি স্বীকার করবেই –
“আঘাত দিয়েছিলে হেলায়! ”
ক্ষতস্থান থেকে আফশোষের রক্ত ঝরবে,
তোমার অস্ফূট কান্নার স্রোতে!
একদিন তুমি খোলা মনে বলবেই –
“ভুল হয়েছিল হিসাবে! ”
প্রাপ্তি -অপ্রাপ্তির সাগরে তরী উঠবে টলে,
তোমার না-পাওয়ার ঢেউ-এ!