শিল্পী
জুলি লাহিড়ী
অন্তর্জাল বিছানো মনের পাতায় আলাপ-এর ভিতর শেষ কবিতার ছন্দ বাজে।
নির্লজ্জ স্বভাবে অট্টহাসি ছড়িয়ে পড়ে কোণায় কোণায়।
মুখের আড়ালে বিষণ্ণ মেঘে মুখোশের পলেস্তারা খসে পড়লে বেরিয়ে পড়ে ইট বালুর কাঠামো।
লন্ঠন হাতে নিজের ছায়াকে চাঁদ ভেবে
খোঁপায় মালা সাজিয়ে, দুচোখে লেপে দেয় রাত্রি কাজল, অমঙ্গলের প্রতিবিম্বে রং আঁকে ঠোঁট।
আয়নার মুখোমুখি দাড়ায় অন্ধ সরস্বতীর সাজে…