মায়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ নাসরিন জাহান মাধুরী লিখেছেন “মায়ের কাছে যাবো”

510
নাসরিন জাহান মাধুরী লিখেছেন “মায়ের কাছে যাবো”

মায়ের কাছে যাবো

                 নাসরিন জাহান মাধুরী

মায়ের জন্য আমার মন কেমন করে
মাকে যে পাই সকল কাজে
সেলাইটা এভাবে কর
বিছানাটা গুছিয়ে রাখো
তুমি পড়তে বসলে না
বলি পড়া শেষ মা
মা অবাক! এতো কম সময়ে পড়া শেষ?
বলি হ্যা মা আমি রাত নটার পরে পড়তে পারিনা
আসলে বসে যাই টিভি সিরিয়াল “অল দ্য রিভার্স রান” বায়োনিক ওম্যান কিংবা সিক্স মিলিয়ন ডলার ম্যান দেখবো বলে…
কিছু বলেন না তাকিয়ে হাসেন।
বাগানের ফুলগুলো মায়ের যত্নে মাতিয়ে রাখে বাড়ির উঠোন..
মা কে জড়িয়ে ধরে বলিনি ভালোবাসি
মা জানেন তার সন্তান কতটুকু ভালোবাসে
আমাদের সকল কাজের প্রেরণার উৎস মা
ভালোবাসি মা তোমায়..

এইতো কদিন আগে মা যেন মৃত্যুর দ্বার থেকে ফিরে এলেন…
প্রতিদিন আমার আগেই মায়ের ফোন..
কেমন আছো? বলি ভালো আছি মা..
তুমি ভালো মা? জানি মা আমার ভালো নেই..
পরপর দুই ছেলে হারিয়ে শংকায় থাকেন মা
আর যেন কাউকে না হারান..
আল্লাহ আমার মায়ের মন শান্ত রাখুন।
আমার মা ভালো থাকুন প্রতিদিন..
শুধু মা দিবসে নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে…
মায়ের কাছে কবে যাবো?
কবে থামবে করোনা?
কবে রাজপথ মুক্ত হবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here