বিশিষ্ট কবি গুলতেকিন এর নতুন ভাবে পথ চলা ও নতুন জীবনের শুভকামনায় কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছেন কবিতা “শুভকামনা তোমার জন্য “।

558
কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

শুভকামনা তোমার জন্য

                 লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

                  (কবি গুলতেকিনের উদ্দেশ্যে)

কতযুগ পর তুমি ভাঙলে
নিয়মের বেড়াজাল,
বাতাসে উড়ালে সুখের আঁচল
খুঁজে নিলে জীবনের পথ,
তুমি কুসংস্কার মুক্ত-
তোমার স্বাধীন চেতনা
তোমার চিন্তার স্বচ্ছতাকে
জানাই স্বাগতম!
তোমার সাবলীল ভাবনা
সাহসী মনোবল আর
দৃপ্ত পদক্ষেপে তৃপ্ত বন্ধু-স্বজন –
তোমাকে অভিনন্দন!
গোপনে হাঁটোনি তুমি
হেঁটেছো কলরবে,
কারো সুখের সংসার
বা মন ভেঙে নয়-
ধরেছ হাত তোমারই মত
এক স্পর্শ কাতর জনের-
শুভেচ্ছা তোমার তরে।
তোমার বদলে যাওয়াতে
আজ হাওয়ায় হাওয়ায়
স্বজন প্রানে লেগেছে দোলা –
তোমার জন্য আজ
আফতাব মাতাল হাওয়া!
তোমার প্রানের স্পন্দন
ভালোবাসায় গড়েছ নব বন্ধন,
শত বাঁধা পেরিয়ে-
আজ পেলে প্রিয়জন।
কত হতাশাকে সাথী করে
পড়েছিল যে নারী সব
হয়তো তুমি দেখালে তাদের-
নতুনভাবে চলার পথ।
তুমি দীপাবলি কেবল
এমনই মনে হয়
তোমার চলার পথ –
চিরদিন হোক অক্ষয়।
আজ যত শুভেচ্ছা-অভিনন্দন
যত মঙ্গল আশীর্বাদ
শুভাকাঙ্ক্ষী,প্রিয়জন হতে
ঝরিছে তোমার তরে
রেখে দিও সবই –
তোমার পথের পাথেয় করে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here