বাংলাদেশ
🖋 রুদ্র অয়ন
দমন পীড়নে বাঙালিরা
হারায় মুখের ভাষা
সে সময় মুজিব দেখান
স্বাধীনতার আশা।
বাংলার দামাল ছেলেরা
ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে
প্রাণের মায়া ভুলে গিয়ে
দেশকে রাখে ঊর্ধ্বে।
শহর গ্রাম সবখানেতে
আন্দোলনের ঢল
বাধ্য হয়ে পরাজিত হয়
পাকবাহিনীর দল।
এভাবেই আমরা পেলাম
স্বাধীন বাংলাদেশ
বজায় থাকুক ধর্ম বর্ণের
সম্প্রীতিময় রেশ।
[সংক্ষিপ্ত পরিচিতি : রুদ্র অয়ন। জন্মস্থান রাজশাহী শহর, বাংলাদেশ। জন্ম ১৩ নভেম্বর ১৯৮৭ খ্রিষ্টাব্দ। অয়ন এক সময় দেশের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রচুর লেখালেখি করতেন। স্কুল ও কলেজ জীবনে লেখালেখির ওপর অনেক পুরস্কার পেয়েছেন। ২০০৫এ জাতীয় সাহিত্য পরিষদ থেকে স্বীকৃতি স্বরূপ পুরস্কারও পেয়েছেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক বার্তা সহ অন্যান্য পত্র পত্রিকায় অনেক লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন সাময়িক পত্র পত্রিকা সম্পাদনা ছাড়াও শখের বশে একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে কিছুদিন সাহিত্য সম্পাদনাও করেছেন। লেখালেখি এবং সঙ্গীত সাধনা করেন। রাজশাহী থেকে গ্রাজুয়েশন শেষ করেন, পরে ঢাকা উত্তরা ইউনিভার্সিটিতে মাষ্টার্স। বর্তমানে ঢাকায় বসবাস ও একটি পাবলিক কোম্পানিতে কর্মরত।
EXELLENT