টেলিস্কোপ – কেবলই আকাশ দেখে,
মাহবুবা করিম
দূরের জিনিস ঝাপসা দেখি
তুমি কতো দূর ?
কতো দূর?
আমার বৈদেশি প্রেমিক….
টেলিস্কোপ – কেবলই আকাশ দেখে,
ইশ্বর দেখি না যে ;
তুমি কী অতো দূর? সুদূর আরশে?
টেলিস্কোপ – কেবলই আকাশ দেখে,
মাহবুবা করিম
দূরের জিনিস ঝাপসা দেখি
তুমি কতো দূর ?
কতো দূর?
আমার বৈদেশি প্রেমিক….
টেলিস্কোপ – কেবলই আকাশ দেখে,
ইশ্বর দেখি না যে ;
তুমি কী অতো দূর? সুদূর আরশে?