ফুল্লশোভন
আয়েশা মুন্নি

165

চোখে অকস্মাৎ নদী ঝাঁপিয়ে পড়লো
এত অসীম জল ধারণে সক্ষমতা রাখে চোখ!
আচ্ছা,অতলান্ত এই জলধারা কোন গভীরে লুকিয়ে রাখা ছিল!
অথচ দৃশ্যমান চোখের গহিনে কি কোন অতলান্ত জলাধার আছে!

কৃষ্ণগহ্বরের মত অসীম অনন্ততায়, আর কে ধারণ করতে পারবে এই জলভান্ডার!
অকল্লোলিত নিপ্রবাহে ভাসমান জল
নিস্তরঙ্গ নদীহীন নদীর বিপুল জলায়তন
সংক্ষোভে সন্দেহে সংস্রব পরিত্যাগ করে দেয়
অচিরাৎ আকাশ্চ্যূত নক্ষত্ররাজি শিউলির মত ঝরঝর।

চোখ ও জলের মেলবন্ধন
আকাশ ও নক্ষত্রের সখ্য সুহাস
জাগতিক ও বিমূর্ততার সহাবস্থান
লৌকিক অলৌকিকের সীমানা অচিহ্নন
এভাবেই পরিক্রমমানতার চির ইত্যাবসান।

চোখের ভেতরে
নদীর বিস্তার
সুফলা অমৃত প্রবাহে সে জল অপ্রকাশ বহমান।

জল নদীতে থাক
জল চোখেও থাক
যার যার অবস্থানে ছন্দক্রমে ফুল্লশোভন থাক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here