সীতাকুণ্ড বি এম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত সকল মানুষের জন্য উৎসর্গ করে জেসমিন জাহান এর কবিতা “আহারে জীবন!!!

251
সীতাকুণ্ড বি এম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত সকল মানুষের জন্য উৎসর্গ করে জেসমিন জাহান এর কবিতা “আহারে জীবন!!!”

আহারে জীবন!!!
জেসমিন জাহান

কাঁপছে মাটি কাঁপছে দালান
প্রকম্পিত গুদাম চালান
কুণ্ডলী ধূম যেদিক তাকাই

ছেঁড়া ঘুড়ি ধুঁকছে লাটাই
মুহুর্তকাল থমকে ছিলো
এই এখানে জমাট বাঁধা
মগজ পোড়া চেতন গোটাই
অন্ধকারে চলতে থাকা
অপকীর্তির হিসাব নিকাশ
স্রোতের খেয়ায় গা ভাসিয়ে
চলছিলো তো খুব নীরবে
ঘন্টা মিনিট সেকেন্ড কাটাই।

জ্বলছে আগুন জ্বলছে পাড়া
বিভৎসতার সীমা ছাড়া
গন্ধে ঝাঁঝাল বিধ্বংসী রূপ
রক্ত ছোবল হেনেছে কোপ
সুপ্ত স্বপন বজ্রে ভেঙে
থত্থরিয়ে ঢেউয়ের নদে
উঠল জোয়ার রক্তেরই ছোপ
মহাকালের খেয়া তরী
দাঁড়ায় এসে এপার ঘেঁষে
ঝলসে ওঠে মুখ ও মুখোশ
বিন্দু গলেই সিন্ধু হলো
দেখছি রোজই দারুণ এ টোপ!

উর্ধ্বে ভীষণ ভয়ংকরী
যাচ্ছে ভেসে কোমল ভূতল
রুদ্ধশ্বাসে ছুটছে সবাই
ধরার বুকে হলো কী বল!

কোথায় আছি কোন ভরসায়
প্রাণটা ধরে হাতের মুঠায়
আর্তনাদের করুণ ভাষণ
চাই না জ্বলুক এই হুতাশন
বিসর্জনের এই অপলাপ
গুড়িয়ে দিতে আয় করি পণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here