বিজয় নিশান
শারমিন আ-ছেমা সিদ্দিকী
জীবন যুদ্ধে লড়াই করে
গাও বিজয়ের গান,
স্বপ্ন চূড়ার শিখরে গিয়ে
উড়াও বিজয় নিশান।
স্বপ্ন সমুদ্রে সাঁতার কেটে
এসে কূলে দাঁড়াও,
স্বপ্ন পূরণ করতে সদা
এগিয়ে তুমি যাও।
স্বপ্ন বিজয়ের সবুজ নিশান
আছে তোমার অপেক্ষায়,
বিশ্ব জুড়ে ছড়াবে খ্যাতি
আমি সুবাস নিব তায়।।