তারুণ্যের কবি অনোয়ার হোসেন মামুন এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “মাদকের কুফল ”

591
অনোয়ার হোসেন মামুন এর জীবন ঘনিষ্ঠ অসাধারন কবিতা “মাদকের কুফল ”
তারুণ্যের কবি অনোয়ার হোসেন মামুন

মাদকের কুফল

                   অনোয়ার হোসেন মামুন

সভ্যতার আদি থেকে মাদকের বিচরণ
মাদক থেকে মুক্ত হতে
কিছু মানুষ করতে পারেনি গমন।
মাদক নামক বস্তু আজো আছে দেশে দেশে
শিশু তরুণ যুবক ধ্বংস হচ্ছে মাদক সেবন শেষে।

রাস্তা ঘাটের অলি-গলি মাদক সেবনকারি
কিসের আশায় কিসের নেশায় জীবন করে বিলী,
কী আছে স্বার্থ তাতে মরণ ডেকে এনে
জীবন প্রদীপ নিবিয়ে দিয়ে কেমন সুখি হলে?

এই ব্যাধিতে ধুঁকছে তরুণ যাচ্ছে লক্ষ প্রাণ
নগর বন্দর মহাবিশ্বে হচ্ছে না অবসান,
সর্বনাশা এইতো মাদক ব্যাধিরূপে করছে বিস্তার
কবে নাগাত সমাজ আমার পাবে তাতে নিস্তার ।

মরণ ব্যাধি মাদক বলে মরণ আমার কাছে
হাঁটছো কেন সত্য মানুষ তুমি আমার পাছে ?
জেনে শুনে কেন কর তোমার জীবন শেষ
দাবানলে পুড়ে পুড়ে জীবন পাখি নিঃশেষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here