ভারত থেকে জীবনের কালবেলায় কবি-অর্পিতা কুন্ডু’র আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা “মণিমালিকা‘’

397
কবি - অর্পিতা কুন্ডু'র আবেগ,অনুভূতি,উপলব্ধির লেখা মণিমালিকা‘’

মণিমালিকা
কলমে অর্পিতা কুন্ডু

এক অমানিশার ঘন অন্ধকারে আবৃত রাজপ্রাসাদের দেওয়াল…
মণিমালিকা….তুমি আছো…
প্রাচুর্যের রানী হয়ে প্রাণহীনতায়?

গভীর রাত্রির গায়ে আজও বাজে
তোমার
অলংকারের টুংটাং.ধ্বনি.
..তোমার নিঃশব্দ কান্না.
.অবহেলার প্রাচীরে ধাক্কা খেয়ে
ফিরে আসা পুঞ্জিত অভিমান…
সময়ের ঘেরাটোপে তুমি বন্দিনী..
চিত্রপটে তোমার গভীর হরিণ চোখ..
.দেহে উত্তাল যৌবনের মাদকতা
চিবুকের নীচে ঘনায় সোহাগহীন অন্ধকার..
.ডুবে যেতে চাই মৃত‍্যু শীতলতায়.
..ঐ চোখে তোমার নিঃসীম শূন্যতা…
তবু নির্জীব নও…আছে বহু যুগের প্রতীক্ষা.
..সে কি আমার জন‍্য.

.একাকিত্বের
সাগরে নিমজ্জিত সুন্দরী…
অর্থ আতিশয‍্য আর অহংকারের
কাছে মাথা নত হয়ে আসে…
.নিষ্ফলা প্রেম…
আমি দেখি তোমায়
মধ‍্যরাতের প্রাসাদে জেগে উঠতে…
নূপুরের নিক্কন অলংকারের শিঞ্জন..
তোমার সৌরভ ভেসে আসে…
আমাকে ব‍্যাকুল করে..
.গভীর নিশীথের আহ্বানে
আমি বিচলিত হই…
কে তুমি মণিমালিকা…. এই প্রাসাদের
প্রতিটা ইঁটে তোমার নীরব যন্ত্রণা
আজও গুমরে মরে…
আমি কি সেই তোমার
প্রেমিকপুরুষ
যার প্রতীক্ষায় তুমি আজও
জেগেওঠো মুক্তিহীন
অস্তিত্বে…।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here