“উত্তরণ” কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা শিখা বিশ্বাস। জুন ২৮, ২০২০ 318 Share on Facebook Tweet on Twitter “উত্তরণ” কবিতাটি লিখেছেন ভারত থেকে কলমযোদ্ধা শিখা বিশ্বাস। উত্তরণ শিখা বিশ্বাস। নৈঋত কোণে সিঁদুর মেঘ ঝড় উঠবে। গাছেরা স্হির, নির্বাক। হঠাৎ বিদ্যুত্ বিস্ফোরণ হয়ত ছোট্ট মেয়েটির জীবন সংশয় বিদ্যুতে্র আলোয় দেখলাম এক বাড়িকে স্নান করিয়ে অন্য এক বাড়ির দিকে পা।