“মনের মধ্যে উপুড় আকাশ ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা কল্যাণী মজুমদার

541
“মনের মধ্যে উপুড় আকাশ ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার কলমযোদ্ধা কল্যাণী মজুমদার

মনের মধ্যে উপুড় আকাশ

                 কল্যাণী মজুমদার

কয়লা আগুনে
কুণ্ডলী ধোঁয়া,
কালো হাঁড়ি
উপুড় করে আঁচে বসানো
গায় এ লেগে মটকা রুটি
দৈনিকের অবসর।
অনাহারে পেট শুকায়
তেষ্টায় বুক ফা টে
চেয়ে দেখি
পৃথিবী মুখ ঢাকে
এক মুঠো লজ্জায়-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here