“সমুদ্র”
হামিদা পারভিন শম্পা
তোমার ঢেউ এর চাবুক
বড্ডো লাগলো গায়,
আমার নয়ন দুটিতে
ঝর্ণা ধারা বায়।
মন আর শরীরে আজ
ধরেছে বুঝি ঘুণ,
হাসির ছলে তুমি বন্ধু
করতে পারো খুন।
তোমায় ডেকেছিলাম
নামটি ধরে সমুদ্র,
খামখেয়ালিতে হয়ত তাই
কন্ঠ করলে রুদ্ধ।
সমুদ্রের বিশালতায় যতটা
হয়েছিলাম আমি মুগ্ধ,
কথার আঁচড়ে ততটাই
করলে আমায় দগ্ধ।
ভুল ছিল আমার তোমার
জল নয়ত মিষ্টি,
লবণাত্ব আর বিষন্নতায়
তুমি বন্ধু সৃষ্টি।।